মেহেরপুরের মুজিবনগর ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর ভৈরবনদীতে অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে রশিকপুর গ্রাম সংলগ্ন ভৈরবনদীতে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন- মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডল, জেলা মৎস্য অফিসার শেখ মোহাম্মদ মেজবাহুল হক, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন ও মৎস্যক্ষেত্র সহকারী আহসান হাবিব।