স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুকে একটি মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর পল্টন থানায় দায়ের ৩২ নং নম্বর মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে এ মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। এ ছাড়াও ৩১ নং নম্বর মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করার কথা থাকলেও পরে পুলিশের পক্ষ থেকে এ মামলায় রিমান্ডের আবেদন করা হয়নি। পুলিশের এডিসি (প্রসিকিউশন) আনিসুর রহমান রিমান্ড আবেদনের কথা জানিয়েছিলেন। উল্লেখ্য, গত সোমবার রাতে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার গাড়ি বহরের নিরাপত্তাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় সালাউদ্দীন টুকুকে পুলিশ আটক করে পল্টন থানায় নিয়ে যায়।