স্টাফ রিপোর্টার: ভেষজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে যশোর মনিরামপুর ডিগ্রি কলেজে ঔষধি গাছ বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাকিম মুফতি ফিরোজ শাহ। অনুষ্ঠানে আলোচনাকালে বক্তারা বলেন, বাংলাদেশে ঔষধি গাছের অভাব নেই, শুধু চেনার অভাব। তাই ভেষজ উন্নয়ন ফাউন্ডেশনের কর্মীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঔষধি গাছ পরিচিতিসহ ভেষজী ঔষধ দ্বারা ফ্রি চিকিৎসা দিয়ে আসছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম, উপাধ্যক্ষ সমির কান্তি হালদার, প্রভাষক আব্দুল আহাদ, পরশ্বের সরকার, মাহমুদুল হক, মোশাররফ হোসেন, মিঠু শিখর দত্ত, পাপিয়া পদ্মা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন, ডা. তুহিনুর রহমান, রাসেদ আহম্মেদ (মুনু), সদস্য সাজেদুর রহমান (এলিট), সাইদি হাসান, আতিকুর রহমান, শরিফ হোসেন, বায়জিদ হোসেন।