স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সদস্য সন্দেহে গ্রেফতার সাতজনকে দু দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আতাউল হক রোববার তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
হিযবুত তাহরীরের পাঁচ সদস্য একরামুল খায়ের, আব্দুল কাইয়ুম, নাজমুল হাসান, ইব্রাহীম ও রাশেদুল ইসলাম শেখকে আদালতে হাজির করে খিলক্ষেত থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের এসআই আবুল কালাম।
অন্যদিকে গ্রেফতার অপর দু সদস্য আরিফুল ইসলাম ও এএসএম তারেক আমিনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে খিলক্ষেত থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির সাইবার ক্রাইম টিম শনিবার মধ্যরাতে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।