কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে সাবু (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি গ্রামের একটি কলাবাগানে লাশটি পড়ে ছিলো। তার বাড়ি জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। বাবার নাম স্বপন মণ্ডল।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, গ্রামের লোকজন গতকাল রোববার সকালে এক কিশোরের নিথর দেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালেরমর্গে পাঠানো হয়েছে। পরিবারের বরাত দিয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম বলেন, গত শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয় সাবু। এরপর আর বাড়ি ফেরেনি। ওসি মহিবুল আরও বলেন, লাশের গলায় রশি প্যাঁচানো ছিলো। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।