কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পর ওই যুবক স্টেশনে ঘোরাফেরা করছিলেন। এ সময় রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক মারা যান। ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।