আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্র ঘোষিত চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির প্রতিবাদে জরুরি আলোচনাসভার আয়োজন করা হয়। গতকাল রোববার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালায়ে অনুষ্ঠিত জরুরি সভায় উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসানউল্লাহর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাবেক কমিশনার শাহিন রেজা শাহিন, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, যুবলীগ নেতা ফারুক, ডিটু, পিন্টু, মিজান, মনা, ইউনিয়ন যুবলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জামজামির সভাপতি ডেভিট মেম্বার, সম্পাদক রতন শাহ, খাসকররার সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক জিয়াউর রহমান, কুমারীর মোজাম্মেল, সম্পাদক টুটুল, হারদীর মোকাম, সম্পাদক আশরাফুল, খাদিমপুরের সম্পাদক কালাম হোসেন, বাড়াদীর সভাপতি সম্রাট, সম্পাদক মকলেচ, জেহালার সভাপতি মঈন, সম্পাদক শিলন, নাগদার সভাপতি আবুল হাসনাত, সম্পাদক মিশর মেম্বার, আইলহাসের সভাপতি কুদ্দুস, সম্পাদক লাটিম, ডাউকির সভাপতি বুলবুল, সম্পাদক রাজু, কালিদাসপুরের সভাপতি রাজু, সম্পাদক জমির মেম্বার, পৌর যুবলীগ নেতা হাসিম, পলাশ, সিবলী, মনিরুল, শুভ, মানুয়ার, মিন্টু, আনিস, রায়হান, মারুফ, আবজাল, আলমগীর, লতিফ, রাজু, রাজকুমার, সেলিম, জহুরুলসহ পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীবৃন্দ।