মাথাভাঙ্গা মনিটর: গ্রিসের সমুদ্রতীরে একটি কাঠের নৌকা উল্টে ৩৪ জনের বেশি শরণার্থী মারা গেছে। সেখানে দেশটির কোস্টগার্ড উদ্ধার কাজ চালাচ্ছে। জানা গেছে, মৃতদের অর্ধেকেরও বেশি ছিলো শিশু। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করেছে দেশটির কোস্টগার্ড। লন্ডনের এক প্রতিবেদনে জানানো হয়, গ্রিসে প্রবেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে তারা ছোট কাঠের নৌকায় রওনা দেয়। কিন্তু তুরস্কের সমুদ্র সৈকতের নিকটবর্তী গ্রিসের ফেমেকোনেসিস দ্বীপের কাছে এসে নৌকাটি উল্টে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় উদ্ধার করা হয়েছে ৬৮ জনের বেশি শরণার্থীকে।