অপরাজিত থেকে বক্সিংকে বিদায় বললেন মেওয়েদার

 

মাথাভাঙ্গা মনিটর: জীবনের শেষ লড়াইয়েও জিতে ফিরলেন ফ্লয়েড মেওয়েদার। কোনো ম্যাচ না হেরে, টানা ৪৯ ম্যাচ জিতে বক্সিং ক্যারিয়ার শেষ করলেন এ মার্কিন বক্সার। মাত্রই কয়েক মাস আগে শতাব্দীর সেরা লড়াই বলে খ্যাত হওয়া ম্যাচে ম্যানি প্যাকিয়াওকে হারিয়ে  জয়ী হওয়ার পর গতকাল রোববার মেওয়েদার হারালেন আন্দ্রে বার্তোকে। সেই সাথে ১৯ বছরের ক্যারিয়ারে একটা ম্যাচও না হেরে বিশ্ব ক্রীড়াজগতে এক নতুন মাইলস্টোন তৈরি করে গেলেন। গতকাল নিজের ক্যারিয়ারের শেষ লড়াইয়ে মেওয়াদার ছিলেন আক্রমণাত্মক। আন্দ্রেকে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত দেননি। লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় এ লড়াইয়ে মেওয়াদার জিতলেন ১১৮-১১০ পয়েন্টে। লড়াইয়ের পর অবসরের ঘোষণা করে কিংবদন্তি এ বক্সার জানিয়ে দিয়েছেন , এটাই আমার আনুষ্ঠানিক ঘোষণা। আমি আর বক্সিং রিংয়ে নামবো না। এ বছরে বক্সিংয়ে দ্বাদশ বিশ্বসেরার খেতাব জয় করেন চির বিতর্কিত মেওয়েদার। ১৯৯৬ সালে প্রথমবার পেশাদার বক্সিংয়ে নামেন। সেই শুরু মাঝে বহু বিতর্কের মধ্য দিয়ে গিয়েছেন, জেলও খেটেছেন। কিন্তু বক্সিং রিংয়ে তাকে হারানো যায়নি, আর কোনো দিন যাবেও না।