স্টাফ রিপোর্টার: গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ফাস্ট বোলার শাহাদাত হোসেনের বিরুদ্ধে। মামলা মাথায় নিয়ে এ মুহূর্তে আত্মগোপনে আছেন তিনি। অভিযোগের সুরাহা না হলে শাহাদাতকে ক্রিকেটের বাইরে রাখার ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। গতকাল রোববার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তই এলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে। সব ধরনের ক্রিকেট থেকে আপাতত এ ক্রিকেটারকে বহিষ্কার করারই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ডের মিডিয়া উইং প্রধান জালাল ইউনুস শাহাদাতের নিষেধাজ্ঞা সংক্রান্ত এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তার এ বহিষ্কারাদেশ সাময়িক হলেও আপাতত দেশের সব ধনের ক্রিকেটীয় কার্যক্রম থেকেই নিষিদ্ধ থাকবেন তিনি। জাতীয় দলের এ ফাস্ট বোলারের বিরুদ্ধে সম্প্রতি তার বাড়ির গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠে। নির্যাতনের অভিযোগ ওঠে তার স্ত্রীর বিরুদ্ধেও। এ ব্যাপারে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। সেই মামলা মাথায় নিয়ে আত্মগোপনে আছেন তারা দুজনেই।