ফের মাঠের বাইরে বার্সেলোনার ভারমালেন

মাথাভাঙ্গা মনিটর: আবারও চোটে পড়েছেন টমাস ভারমালেন। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার এ ডিফেন্ডার। গত শনিবার রাতে হওয়া লা লিগার ওই ম্যাচ শেষে বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানায়, বাঁ পায়ের পেছনের পেশিতে চোট পেয়েছেন ভারমালেন। তবে তার চোট কতোটা গুরুতর, বা কতোদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে- এসব বিষয়ে বিস্তারিত জানায়নি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
                স্প্যানিশ গণমাধ্যমগুলো অবশ্য তাদের প্রতিবেদন জানায়, তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে বেলজিয়ামের এ খেলোয়াড়কে। গত বছর আর্সেনাল থেকে বার্সেলোনায় যোগ দেয়ার পরপরই ব্রাজিল বিশ্বকাপে দেশের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ভারমালেন। পরে তার অস্ত্রোপচার করাতে হয়। পুরোপুরি সুস্থ হয়ে গত মরসুমের শেষ সপ্তাহে কাতালুনিয়ার দলটির হয়ে অভিষেক হয় ২৯ বছর বয়সী এ খেলোয়াড়ের। গত মাসের শেষ সপ্তাহে এবারের লিগের দ্বিতীয় রাউন্ডে মালাগার বিপক্ষে দলের একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন ভারমালেন।