টিপ্পনী

খবর:(জীবননগরে প্রাক্তন প্রেমিকের স্বামীকে হত্যার চেষ্টা)

হায়রে মজার রসের প্রেম
হাট বসানো দশের প্রেম
বসের প্রেম
যশের প্রেম
দেশে হলো কী?
ছি!

হায়রে কলি কালের প্রেম
হরেক রকম তালের প্রেম
হালের প্রেম
খালের প্রেম
দেশে হলো কী?
ছি!

হায়রে নতুন ধারার প্রেম
রাতে মানুষ মারার প্রেম
তারার প্রেম
চারার প্রেম
দেশে হলো কী?
ছি!

-আহাদ আলী মোল্লা।