দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর বটতলাস্থ ফুটবল খেলার মাঠের ৬৫ শতক জমি আদালতের রায়ে দখল বুঝে পেয়েছেন জুড়ানপুর ক্লাবপাড়ার বৃদ্ধ নবীছদ্দিন। দীর্ঘ ২৫ বছর মামলার পর সিনিয়র সহকারী জজ আব্দুর রহিমের লিখিত আদেশে গতকাল শনিবার সকাল ১০টার দিকে কমিশনার অ্যাড. মোজাম্মেল হক, জারিকারক মজিবার রহমান, আব্দুল কাইয়ুম, আ. করিম সরেজমিন উপস্থিত হয়ে লাল পতাকা উড়িয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে ওই জমির দখল বুঝে দেন। এ সময় জমির চৌহদ্দি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরার চেষ্টা করা হলে এলাকাবাসীর বাঁধার মুখে তা বন্ধ হয়ে যায়। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দামুড়হুদা মডেল থানার এসআই মহাব্বত আলীর নেতৃত্বে বিষ্ণুপুর পুলিশ ফাঁড়ি ও হোগলডাঙ্গা পুলিশ ফাঁড়ি থেকে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ এনে এলাকায় মোতায়েন করা হয়।
সম্প্রতি মজারপোতাস্থ বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে এ ঘটনাকে কেন্দ্র করেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোখলেছুর রহমান জানান, আদালতের রায় তাদের পক্ষে গেছে। বিধায় আমরা আইন হাতে তুলে নিয়ে তাদের কাজে বাঁধা সৃষ্টি করবো না। আমরা জোর করে কারো জমি নেয়ার পক্ষে না। সেও গরিব মানুষ। তবে স্কুলের বিষয়টি নিয়ে জমির মালিকের সাথে দু একদিনের মধ্যেই বসে একটা সমাধান করা হবে।