স্টাফ রিপোর্টার: সামাজিক সংগঠন স্বাধীনতা সংসদের ২৪তম বর্ষপূতিতে এ বছর সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পুরস্কার পেলেন আরটিভি স্টাফ রিপোর্টার জুলহাস কবীর। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমীতে এ সম্মাননা পুরস্কার তুলে দেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী।
অনুষ্ঠানে বিভিন্ন পেশায় বিশেষ অবদানের জন্য আরটিভি স্টাফ রিপোর্টার জুলহাস কবীরসহ ১৮ জনের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড ২০১৫ তুলে দেয়া হয়। সে সময় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সাবু ও মহাসচিব সাহেদ আহাম্মদ।
জুলহাস কবীরের অ্যাওয়ার্ড প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা।
উল্লেখ্য, জুলহাস কবীরের সাংবাদিকতায় হাতেখাড়ি দৈনিক মাথাভাঙ্গায়। তিনি ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত মাথাভাঙ্গায় সাংবাদিকতা করেছেন। জুলহাস কবীর আলমডাঙ্গার আসমানখালী গ্রামের মুন্সি মো. নজরুল ইসলামের ছেলে।