চুয়াডাঙ্গার তিতুদহে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন
নজরুল ইসলাম: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ পুলিশ ক্যাম্প পরিদর্শন ও মসজিদের মিলাদ মাহফিল অনুষ্ঠানের মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, মাদককারবারীরা দেশ ও জাতির শত্রু। এরা মানুষ হত্যাকারীর চাইতেও ভয়ঙ্কর। পুলিশের একার পক্ষে এদেরকে নির্মূল করা সম্ভব না। সম্মিলিতভাবে এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আপনার আমার সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে মাদককারবারীদের মূল উৎপাটন করতে হবে। মাদক সুস্থ মস্তিষ্কের বিকৃতি ঘটায়, জ্ঞান-বুদ্ধি লোপ করে দেয়। আর মাদকাসক্ত যুবসমাজ বিবেক বিসর্জন দিয়ে জড়িয়ে পড়ে অপরাধমূলক কর্মকাণ্ডে। মাদকদ্রব্যের প্রতি আসক্তি একদিনে বা হঠাৎ করে হয় না। দিনে দিনে এর প্রতি আসক্তি জন্মায়। পরিবারে একটি মাদকাশক্ত সন্তান থাকলে পুরো পরিবার অশান্তিতে থাকে। আজ মাদকাশক্তির প্রভাবে যুবক শ্রেণির নৈতিক অধঃপতন ঘটছে। আবার অনেকেই অকালে মৃত্যুবরণ করছে। যারা দেশ ও জাতির ভবিষত নষ্ট করে তাদের সাথে কোনো প্রকার আপস করা তা হবে নৈতিকতা বিসর্জিত কাজ। সুস্থ ও সুন্দর সমাজ গঠন করতে হলে প্রথমে জাতীর ভবিষত প্রজন্মকে সুস্থ রাখতে হবে। গতকাল শনিবার তিতুদহ পুলিশ ক্যাম্পে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আর উপস্থিত ছিলেন- তিতুদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, চেয়ারম্যান প্রার্থী শুকুর আলী, আ.লীগ নেতা আব্দুল মতিন, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক রাশেদ রেজা রাশেদ, যুবলীগের সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগ নেতা হাবিবুর রহমান, পলাশ, শাহালম, লিটন, শহিদুল।
প্রধান অতিথি আরও বলেন, আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করেন। মাদককারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও উপস্থিত ছিলেন- সাগর সুশান্ত, নিতাই, রমজান, রশিদ, সোরাফ, ফারুক, আবজাল, ইনারুল, রকি প্রমুখ।