কেরুজ বর্জ্যপানি নিষ্কাশন পাইপ ভেঙে দুর্গন্ধ ছড়াচ্ছে

 

দর্শনা অফিস: কেরুজ চিনিকলের বর্জ্যপানি পাইপের মাধ্যমে মাথাভাঙ্গা নদীতে ফেলা হয়ে থাকে। চিনিকল প্রতিষ্ঠার পর থেকেই পানি এভাবেই নিষ্কাশন করা হচ্ছে। তবে এ পর্যন্ত পাইপ পরিবর্তন করা হয়নি একবারো। কেরুজ চিনিকল থেকে প্রায় দু কিলোমিটার পথ ঘুরিয়ে-ফিরিয়ে বাজার ও বিভিন্ন পাড়া মহল্লার মধ্যদিয়ে রয়েছে এ পাইপ। দীর্ঘদিনের পুরোনো এ পাইপ বিভিন্ন স্থানে ভেঙে বর্জ্যপানিতে তলিয়ে যাচ্ছে। বজ্রপানির দুর্গন্ধে দূষিত হচ্ছে বাতাস। ছড়াচ্ছে রোগ-জীবাণু। কয়েক বছর ধরে একাধিকবার পাইপ ভাঙলেও মিল কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আবারো কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।