চুয়াডাঙ্গা মাখালডাঙ্গার ওয়াসিম আকরামের মৃত্যু : শোক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাখালডাঙ্গার ওয়াসিম আকরাম ক্যান্সারের সাথে লড়ে শেষ পর্যন্ত হেরে গেছেন। গতকাল শনিবার বিকেলে ঢাকা ক্যান্সার ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। গতরাতেই তার নিজ গ্রাম মাখালডাঙ্গায় দাফন কাজ সম্পন্ন করার প্রক্রিয়া করা হয়।

ওয়াসিম আকরাম চুয়াডাঙ্গা মাখালডাঙ্গার সাইদুর রহমানের ছেলে। ২০১১ সালে সে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি স্কুল থেকে এসএসসি পাশ করেন। ঝিনাইদহ পলিটেকনিক্যালে সিভিল বিভাগে অধ্যায়নরত ছিলো। ভি.জে স্কুলের তারই সহপাঠী জুবায়ের হোসেন এ তথ্য জানিয়ে বলেছেন, ২০১১ সালের ভি.জে হাইস্কুল ব্যাচের সকলে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।