চুয়াডাঙ্গার হানুরবাড়াদিতে লোহার শেকল কেটে ষাঁড় চুরি

 

স্টাফ রিপোর্টার: গরুটার দাম হাকা হয়েছিলো এক লাখ, ব্যাপারীরা দেখে দাম বলেছিলো ৭০ হাজার। আর একটু বাড়ালেই দিয়ে দিতো চুয়াডাঙ্গা জেলা সদরের হানুরবাড়াদির বাপ্পী। দেয়নি। গতরাত ১২টার দিকে বাপ্পী দেখে তার বাড়ির পাশের আমগাছের নিচে বেঁধে রাখা গরুটি আর নেই।

গরুটি বেঁধে রাখা হতো লোহার শেকল দিয়ে। শেকল কাটার ধরণ দেখে বাপ্পী নিশ্চিত চোরেরাই চেন কেটে গরুটি চুরি করে নিয়ে গেছে। সাথে সাথে নিজ গ্রামের মসজিদের মাইকে গরু চুরির বিষয়টি প্রচার করে চোর ধরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়। পাশের গ্রামের সাধারণ মানুষকেও জাগিয়ে তুলে চোর ধরার অনুরোধ জানান ভ্যানচালক মিলনের ছেলে বাপ্পী। গতরাত ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত গরুটির হদিস মেলেনি। দীর্ঘদিন ধরে খেয়ে না খেয়ে গরু মোটা তাজা করে বাপ্পী যখন মোটা অঙ্কের টাকায় বিক্রি করে সংসারে স্বচ্ছলতার স্বপ্ন দেখতে শুরু করে, ঠিক তখনই চুরি হয়ে যায় গরুটি। গরুর খোঁজে বাপ্পীসহ পরিবারের সদস্যরা হন্যে হয়ে ছুটছেন পথে পথে।