জীবননগর ব্যুরো: স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছর পর বিদ্যুতের দেখা পেলো জীবননগর উপজেলার নতুন চাকলা গ্রামবাসী। এতোদিন এ গ্রামবাসী ছিলো অন্ধকারে। গতকাল শনিবার এ গ্রামে বিদ্যুত লাইনের উদ্বোধন করার সাথে সাথে গ্রামবাসী আনন্দে আত্মহারা হয়ে পড়ে। জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল প্রধান অতিথি হিসেবে এ গ্রামে বিদ্যুত লাইনের উদ্বোধন করেন। রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিরি সচিব হায়দার আলী, এজিএম রবি বিশ্বাস, জীবননগর উপজেলা জুনিয়র প্রকৌশলী দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগ আহ্বায়ক আ. সালাম ঈশা, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবি বিশ্বাস, হাসাদাহ ফাঁড়ি পুলিশের আইসি শ্যামল কুমার, আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, শুকুর আলী প্রমুখ। উল্লেখ্য, নতুন চাকলা গ্রামের ২৬২ পরিবারে গতকাল বৈদ্যুতিক সংযোগ প্রদান করে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতি।