এভারটনের কাছেও হারলো চেলসি

 

মাথাভাঙ্গা মনিটর: ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের পর এবার এভারটনের কাছেও হারলো চেলসি। স্টিভেন নেইসমিথের হ্যাটট্রিকের সুবাদে ৩-১ গোলের বড় জয় পেয়েছে এভারটন। এ পরাজয়ের ফলে পাঁচ ম্যাচ শেষে চেলসির সংগ্রহ ৪ পয়েন্ট। গতকাল শনিবার অনুষ্ঠিত খেলায় ১৭ মিনিটেই দলকে এগিয়ে দেন নেইসমিথ। এর চার মিনিট পরেই দ্বিতীয় গোলটি করেন এই স্ট্রাইকার। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে গতবারের চ্যাম্পিয়নরা। খেলার ৩৬ মিনিটে ব্যবধান কমান চেলসির নিমানজা মাটিক। তবে এরপর আর কোনো গোলের দেখা পায়নি হোসে মরিহোর দল। উল্টো ৮২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন নেইসমিথ। লিগের ২০টি দলের মধ্যে পয়েন্ট টেবিলে চেলসির বর্তমান অবস্থা ১৫তম। চার ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।