জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য বিদায়ী কমান্ডার নিজামউদ্দিন গত সোমবার বিকেলে জীবননগর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করে সাবেক কমান্ডার সামসুল আলম ছাত্তারের বিরুদ্ধে অর্থ আত্মাসাতের পাল্টা অভিযোগ এনেছেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সাবেক কমান্ডার নিজামউদ্দিন অভিযোগ এনে বলেন, তিনি কমান্ডার নির্বাচিত হওয়ার পর কোনো কাজ নির্বিঘ্নে করতে পারেনি। কমান্ডের নির্বাচিত অন্য সকলে প্রকিপক্ষ প্যানেলে হওয়ার কারণে তার সকল উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করা হয়। ওই গ্রুপটি বিদ্বষপ্রসূত হয়ে তার বিরুদ্ধে ৩ লাখ টাকা আত্মসাতের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়েছে। অথচ সাবেক কমান্ডার সামসুল আলম ছাত্তার ক্ষমতায় থাকা কালে বিভিন্ন খাত থেকে ৩ লাখ ৪২ হাজার টাকা আত্মসাৎ করেছেন। ওই টাকা বুঝে নিতে ডেপুটি কমান্ডার বদরউদ্দিনের নেতৃত্বে কমিটি গঠন করা হলেও সাবেক কমান্ডার তাদের নিকট তা বুঝে না দিয়ে আত্মসাৎ করেছেন বলে তিনি অভিযোগ করেন।