ট্রাকসহ ৪ কোটি ৬৪ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ

চুয়াডাঙ্গা ৬-বিজিবির জীবননগর হাসাদাহে চোরাচালানবিরোধী অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা -৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে হাসাদহ থেকে অবৈধভাবে ভারত থেকে আসা উন্নতমানের শাড়ি, থ্রিপিস ও শার্টের থান কাপড়সহ একটি ট্রাক জব্দ করেছেন। গতকাল শুক্রবার সকাল ৬টায় এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য চার কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে প্রেসব্রিফিঙের মাধ্যমে এ তথ্য সাংবাদিকদের জানানো হয়। আটক করা মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ি, থ্রিপিস ও সার্টের কাপড়।

সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, ভোররাতে গোপনে সংবাদ ভিত্তিতে জানা যায় সকাল ৬টার দিকে হাসাদহ গ্রামের মধ্যে ট্রাকটি ফেলে রেখে ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে। এ সময় মালামালগুলো জব্দ করা হয়। গোপনসূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা চুয়াডাঙ্গার জীবননগর থেকে ঢাকা অভিমুখের রাস্তার হাসাদহ বাজারের কাছে নায়েব সুবেদার আব্দুল বারেকের নেতৃত্বে বিজিবির একটি দল ওত পেতে ছিলো। ভারতীয় মালামাল বোঝাই ট্রাকটি ওই পথে যাওয়ার সময় ট্রাকচালক আগেই বিজিবির উপস্থিতি বুঝে ফেলে। রাজধানী ঢাকার উদ্দেশে যাওয়া ট্রাক (যশোর-ট-১১-২৮৩৪) হাসাদহ পাঁকা রাস্তার ওপর অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ অবস্থায় ট্রাক চালক অন্যপথে জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের ভেতর ঢুকে পড়ে। বিজিবি সদস্যরাও ধাওয়া করে ট্রাকটিকে। ট্রাকচালক হাসাদহ গ্রামের ভেতর ট্রাকটি ফেলে পালিয়ে যায়। বিজিবি ট্রাকটি আটক করে চুয়াডাঙ্গার বিজিবি-৬ ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে নিয়ে আসে। পরে ট্রাকে থাকা মালামাল তল্লাশি করে পাঁচ হাজার ২৮০টি উন্নতমানের ভারতীয় শাড়ি, এক হাজার ৩৭০টি মধ্যম মানের ভারতীয় শাড়ি, ৫৬০টি উন্নতমানের থ্রিপিস, ছয় হাজার ৪৯০ মিটার সার্টের থান কাপড় জব্দ করা হয়। যার মূল্য চার কোটি নয় লাখ ৭০ হাজার টাকা। আটক করা ট্রাকের মূল্য ৫৫ লাখ টাকা। ৬-বিজিবি পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান আরো জানান, জব্দকৃত শাড়িসহ ট্রাকটি দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে।