স্টাফ রিপোর্টার: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে হুমকি দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সচিবালয়ে তার অফিসের টেলিফোন নম্বরে ফোন করে এ হুমকি দেয়া হয়। শুক্রবার সকালে তারানা হালিম এ তথ্য জানিয়েছেন। প্রতিমন্ত্রী তারানা হালিম দাবি করেন, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধে সরকারের চলমান কার্যক্রম বন্ধ করতেই তাকে এ হুমকি দেয়া হয়। তিনি বলেন, আমাকে ফোন করে বলা হয়, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের ব্যাপারে আপনার এতো লাফালাফির দরকার নেই। আপনি ধীরে চলেন। জবাবে ওই ব্যক্তিকে প্রশ্ন করি, আমি কেন ধীরে চলবো? আপনি আমাকে হুকুম দেয়ার কে? এরপরই হুমকিদাতা ফোন কেটে দেন। এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, কণ্ঠ শুনে মনে হয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তিই এ হুমকি দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি। কোনো হুমকিতেই এসব কাজ বন্ধ হবে না। আর আমি বিক্রি হওয়ার মতো কেউ না। প্রতিমন্ত্রী হালিম বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। ৱ্যাব বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে।