জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার এক সময়ের সাড়া জাগানো কৃতী ফুটবলার করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জীবননগর শহরের দৌলৎগঞ্জপাড়ার এহিয়া খান আর নেই। গতকাল মঙ্গলবার সকালে দুরারোগ্য ক্যান্সারের নিকট পরাজিত হয়ে মাত্র ৫০ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে জীবননগর স্টেডিয়ামমাঠে জানাজা শেষে তাকে স্টেডিয়াম কবরস্থানে দাফন করা হয়। শিক্ষক এহিয়া খানের এ অকাল মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা শাখার পক্ষ থেকে শেখ সেলিম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।