মোটরসাইকেলের ধাক্কায় আহত হনুমানকে চিকিৎসা দিয়েও বাঁচানো গেলো না

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরে মোটরসাইকেলের ধাক্কায় মাথায় মারাত্মক চোট পাওয়া হনুমানটিকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হলেও বাঁচানো যায়নি।

জানা গেছে, বেশ কিছু দিন ধরে ২টি বয়স্ক হনুমান আলমডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় বসবাস করতে দেখা যেতো। গতকাল শুক্রবার সকালে শহরের হাজি মোড়ে রাস্তা পারাপার হওয়ার সময় এক চলন্ত মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে একটি হনুমানের। এতে হনুমানটি মাথায় মারাত্মক চোট পায়। মাথায় মোটরসাইলেলের যন্ত্রাংশের খোঁচায় মাথার বেশ খানিকটা অংশ ছিঁড়ে যায়। এ সময় আলমডাঙ্গার ইসলামপুরের ভ্যানচালক মকলেচুর রহমান হনুমানটিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও হনুমানটিকে বাঁচাতে পারেননি।