ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর গ্রামে ৬ বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানায়, সলেমানপুর গ্রামের সরদারপাড়ার নাছের উদ্দীনের একমাত্র সন্তান ইয়ামিন (৬) গতকাল শুক্রবার বিকেলে বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিলো। খেলার এক ফাঁকে সে পুকুরে পড়ে যায়। এর পরপরই ইয়ামিনের মা তাকে খুঁজতে থাকেন। কিন্তু বাড়ি বা আশপাশে না পেয়ে পুকুর ধারে গেলে দেখতে পান পুকুরের পানিতে বুড়বুড়ি উঠছে। এ সময় পুকুরে নেমে ইয়ামিনকে নিস্তেজ অবস্থায় পেয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে পিতা-মাতা এখন পাগলপ্রায়। তাদের আজাহারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।