ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শৈলকুপা থানায় একটি মামলা করেন ওই কিশোরির বাবা। কিশোরিকে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরির মা জানান, গত বুধবার মেয়েটি পাশের বাড়িতে বেড়াতে যায়। সেখানে প্রতিবেশী আবু বক্কর তাকে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়িতে এসে বিষয়টি তাকে জানায়। এ ঘটনার পর থেকে আবু বক্কর বিশ্বাস বিষয়টি মীমাংসা করার জন্য তাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হাশেম খান জানান, ওই কিশোরির ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আবু বক্করকে গ্রেপ্তারে অভিযান চলছে।