চুয়াডাঙ্গা অ্যাপেক্স ক্লাবের উদ্যোগে দরিদ্রদের মধ্যে রান্নার সামগ্রী বিতরণ

 

স্টাফ রিপোর্টার: অ্যাপেক্স উইক অ্যান্ড ক্লাব স্কুলিং ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। অ্যাপেক্স ক্লাব চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে অনুষ্ঠিত স্কুলিং অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দরিদ্র ২০টি পরিবারের মধ্যে রান্নার সামগ্রী বিতরণ করা হয়েছে। অ্যাপেক্স ক্লাব চুয়াডাঙ্গার সভাপতি আরশাদ উদ্দিন চন্দনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স বাংলাদেশ ক্লাবের কেন্দ্রীয় সভাপতি অ্যাপেক্সিয়ান অ্যাড. মো. নুরুল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি অ্যাপেক্সিয়ান অ্যাড. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অ্যাপেক্স ক্লাবের আজীবন সদস্য মো. সুরাপ উদ্দিন, সদস্য আব্দুর রশীদ, আব্দুর রাজ্জাক, টোকন জোয়ার্দ্দার, হাফিজুর রহমান, বেলু চৌধুরী প্রমুখ। চুয়াডাঙ্গা পৌরসভা হলরুমে অনুষ্ঠিত স্কুলিং অনুষ্ঠানে ২০ জন দরিদ্র মানুষের মধ্যে এক কেজি তেল, সেমাই, চিনি ও রান্নার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা অ্যাপেক্স ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জোয়ার্দ্দার।