বড়গাংনী প্রতিনিধি: আলমডাঙ্গার দুর্লভপুর ফাঁড়ি পুলিশের বাধা উপেক্ষা করে বাড়াদী ইউনিয়নের আঠারখাদা গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে পড়ালেন গ্রামের মসজিদের ইমাম আনোয়ার হোসেন। নির্ধারিত দিনে ঘটা করে বিয়ের আয়োজন করা হয়। দুপুরে পুলিশ এসে উপস্থিত হয়। পুলিশের বাধায় বিয়ে সাময়িক পণ্ড হয়ে গেলেও পরবর্তীতে গোপনে বিয়ে দেয়া হয়।
জানা গেছে, আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের আঠারখাদা গ্রামের ফয়েজের মেয়ে কাঁটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জুলেখা খাতুনের (১৩) সাথে বিয়ে ঠিক হয় খাদিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের তাহেরের ছেলে তারা চাঁদের (২৫)। গতকাল শুক্রবার নির্ধারিত দিনে বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। দুপুরে উপস্থিত হয় বরসহ বরযাত্রী। সংবাদ পেয়ে দুর্লভপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই রাশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। কনের লোকজন অঙ্গীকার করে বরযাত্রী খাওয়া দাওয়া করে ফিরে যাবে। পুলিশ চলে গেলে আঠারখাদা গ্রামের মসজিদের ইমাম আনোয়ার হোসেন ও মোয়াজ্জিন হানুফা শাদা কাগজে বিয়ে পড়ান বলে গ্রামের অনেকেই জানান।