মাথাভাঙ্গা মনিটর: আইসিসির এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অনুয়ায়ী প্রায় ছয় বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড দল। তবে দিনক্ষ ঘোষণা করা হয়নি দুই দেশের ক্রিকেট বোর্ড থেকে। এরই মধ্যে এ সিরিজের উত্তাপ বাড়িয়ে দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া নেটওয়ার্ক চ্যানেল স্কাই স্পোর্টস। দুই দেশের এই সিরিজের এক বছরেরও বেশি সময় হাতে থাকলেও সেই সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে তারা।
দুই দেশের ক্রিকেট দ্বৈরথ প্রথমবারের মতো প্রচার করবে এই স্পোর্টস চ্যানেল। কাল এ তথ্য জানিয়েছে ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। স্কাই স্পোর্টস বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজই নয়, আগামী দুই বছর ইংল্যান্ডের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের দায়িত্ব পেয়েছে তারা। এক বছর আগেও বাংলাদেশে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সিরিজগুলো সম্প্রচারে অনীহা ছিল আন্তর্জাতিক চ্যানেলগুলোর। এর আগে বাংলাদেশ ও ভারতের চ্যানেলগুলো ছাড়া ঘরের মাটিতে বাংলাদেশের অনেক সিরিজই সম্প্রচার করেনি বিদেশী চ্যানেলগুলো। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেরও বেশ কিছু ম্যাচ সেদেশের কোনো চ্যানেলে প্রচারিত হয়নি। ইন্টারনেট স্ট্রিমিংই ছিল একমাত্র ভরসা। বাংলাদেশ দলের পারফরম্যান্সে বিদেশী চ্যানেলগুলোও এখন আগ্রহী হয়ে উঠেছে।
২০০৩ সালের অক্টোবরের পর ২০১০ সালে সাত বছর পর বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। একই বছর ইংল্যান্ড সফরে গিয়েছিল টাইগাররাও। ২০১০ সালে দুটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার পর বাংলাদেশের সঙ্গে আর টেস্ট খেলেনি ইংলিশরা। এর মাঝে দুই দল ওয়ানডে খেলেছে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে। দুটিতেই বাংলাদেশের কাছে হেরেছে ইংলিশরা।