ভারতের কাশ্মিরে বন্দুকযুদ্ধ : চারজন নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের কাশ্মিরে গতকাল শুক্রবার এক বন্দুকযুদ্ধে দু ভারতীয় সৈন্য ও দু সন্দেহজনক বিদ্রোহী নিহত হয়েছে। কাশ্মিরের পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সৈন্যরা লারিবাল গ্রামে অভিযান চালায়। গ্রামটি শ্রীনগর থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত। স্থানীয় পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল গরিব দাস বলেন, এ সংঘর্ষে দু সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের সাথে ভয়াবহ এ বন্দুকযুদ্ধে আমরাও দু সৈন্যকে হারিয়েছি। পাকিস্তান এ বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে ভারতের মাটিতে অনুপ্রবেশে সহায়তা করে আসছে বলে ভারত প্রায়ই তার প্রতিবেশী দেশটির বিরুদ্ধে অভিযোগ করে। অন্যদিকে ইসলামাবাদ বরাবরই ভারতের এ অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা শুধু কাশ্মিরীদের প্রতি কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে আসছে। পাকিস্তানের আধাসামরিক বাহিনীর কর্মকর্তারা দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে সীমান্ত নিরাপত্তার বিষয়ে যখন কথা বলার জন্য বৈঠক করেছেন, সেই সময়েই সর্বশেষ এ নিহতের ঘটনাটি ঘটলো।