অর্থমন্ত্রীর দুঃখ প্রকাশ

 

স্টাফ রিপোর্টার: নতুন পে স্কেল ইস্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন নিয়ে নিজের করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, আমার বক্তব্যের জন্য আমি দুঃখিত। তবে শিক্ষকদের আন্দোলনে আমি বিস্মিত। কারণ তারা সরকারি সিদ্ধান্ত না জেনে আন্দোলন করছেন।

অর্থমন্ত্রী বলেন, আমার একটি মন্তব্য নিয়ে আমাদের শিক্ষা জগতে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমার মনে হয় এ বিষয়টির নিষ্পত্তি হওয়া প্রয়োজন। গত সোমবার সাংবাদিকরা বেতন নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে আমার বক্তব্য জানতে চান। তখন আমি বলেছিলাম, তাদের এই আন্দোলনটি অকারণে শুরু হয়েছে এবং এটা আমাকে পীড়া দেয় এজন্য যে দেশের সবচেয়ে শিক্ষিত গোষ্ঠী একটি আন্দোলন করছেন। মন্ত্রী বলেন, আমার বলার কথা ছিলো যে, তারা প্রকৃত সুপারিশ ও সর্বোপরি সরকারি সিদ্ধান্ত না জেনেই আন্দোলনে নেমেছেন। তারা সঠিক তথ্য জানতেন না। কিন্তু আমি যেভাবে বক্তব্যটি দিয়েছি তাতে অবশ্যই তাদের মানহানি হয়েছে। কারণ জ্ঞানের অভাব বলা আর যথাযথ তথ্য সম্পর্কে অনবহিত বলার মধ্যে অনেক তফাত রয়েছে। তাই আমি আমার ওই বক্তব্য নিয়ে খুবই দুঃখিত এবং আমি সেই বক্তব্য প্রত্যাহার করছি। আমার বক্তব্যে যারা ক্ষুব্ধ হয়েছেন বা দুঃখ পেয়েছেন তাদের কাছে অনুরোধ, ভুল বুঝাবুঝির এখানেই সমাপ্তি হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজ, বদর উদ্দিন আহমদ কামরান, শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, ইমরান আহমদ প্রমুখ।