দামুড়হুদায় দু দিনব্যাপি ডিজিটাল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দু দিনব্যাপি ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী তানভীর আহম্মেদ রুবেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সরাসরি ইন্টারনেট সম্পর্কে অংশগ্রহণকারী ২৬টি প্রতিষ্ঠানের মধ্যে সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার ছানোয়ার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের নাজির জহির উদ্দিন মোহাম্মদ বাবুর ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।