ঝিনাইদহ প্রতিনিধি: সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে অশালীন মন্তব্য করায় ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে তথ্য-প্রযুক্তি আইনে আবু তালেব (২৫) নামে ওই যুবককে আটক করা হয়। আটক আবু তালেব মহেশপুর উপজেলার কদম তলা গ্রামের মো. হাসান আলীর ছেলে। মহেশপুর থানার ওসি মো. শাহিদুল ইসলাম শাহিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে অশালীন মন্তব্য করে ফেসবুকে প্রচার করার অপরাধে আবু তালেবের নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।