দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার কেরুজ চিনিকল পরিবহন বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র সুপারভাইজার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কেরুজ ক্লাবে মাঠে নামাজের আগে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জাসদের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাবু, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা ভূমি অফিসার আ. হালিম, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, গোলাম ফারুক আরিফ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, লিয়াকত আলী, রুস্তম আলী, হাজি জয়নাল আবেদীন, আছির উদ্দিন, আ.শু বাঙ্গালী, নুরুল ইসলাম মালিক, আ. খালেক, আ. হাকিম, জাহাঙ্গীর আলম, ফজলুল হক, রবিউল হোসেন শুকলাল, কেরুজ কর্মকর্তা মোস্তফা কামাল, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম। পরে দর্শনা বাসস্ট্যান্ড গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়। গত বুধবার দুপুর আড়াইটার দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান শ্বাসকষ্টজনিত রোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।