নেপালে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৪

 

মাথাভাঙ্গা মনিটর: নেপালের দক্ষিণাঞ্চলে বুধবার প্রস্তাবিত নতুন সংবিধানের বিরোধিতাকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ গুলি তাদের গুলি করে। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ২০০৬ সাল থেকে দেশটিতে বেসামরিক লড়াই চলে আসছে। তবে সম্প্রতি ২৮ মিলিয়ন জনগোষ্ঠীর দেশটিকে সাতটি প্রদেশে ভাগ করার সিদ্ধান্ত নিয়ে নতুন সংবিধান রচনার চূড়ান্ত প্রস্তুতি চলছে। এ পদক্ষেপে দেশটির ভারত সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় এলাকায় অনেক মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। তারা মনে করে, এটি বাস্তবায়ন হলে তাদের ছোট্ট অঞ্চলটি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে পড়বে এবং এ অংশগুলোকে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বড় প্রদেশের সাথে একীভূত করা হবে। এদিকে গত মাসে সংবিধানের খসড়া প্রকাশ করা হলে এ পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে। ও দিকে, বুধবার রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে মাহোতারি জেলার জালেশ্বর শহরে তিনজন বিক্ষোভকারী নিহত হয়।