স্টাফ রিপোর্টার: বান্দরবান সাঙ্গু নদীতে নৌকা ডুবে একশ রাউন্ড গুলি ও দুটি অস্ত্রসহ জুয়েল রানা নামে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বড়পাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিজিবির বান্দরবান সেক্টর কর্মকর্তা মেজর জহির উদ্দিন বাবর বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারে চেষ্টা চলছে।