স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার খেলায় জয়লাভ করেছে ৬ বর্ডারগার্ড বাংলাদেশ, দামুড়হুদা থানা, চুয়াডাঙ্গা পুলিশ লাইন ও আলমডাঙ্গা থানা। ৩ দিনব্যাপি অনুষ্ঠিত এ কাবাডি প্রতিযোগিতার আজ শুক্রবার সমাপনী দিন। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ক্লাব ফুটবলমাঠে অনুষ্ঠিত সমাপনী দিনে বিকেল সাড়ে ৩টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে প্রতিযোগিতার সকল আনুষ্ঠানিকতা। চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান।