খবর: (চুয়াডাঙ্গার হারদা চাঁদপুরে যুবতীর শ্লীলতাহানি)
চলার জো নেই বলার জো নেই
আহত হয় যুবতী,
অন্ধকারে খুন গুম হয়
মানুষ এখন খুব অতি।
এসব কিছু বলতে মানা
বললে পুলিশ দেবে হানা
মুখে আছে তালা মারা
খাইনে কিছু পাইনে কিছু
পেটে খিদের জ্বালা মারা!
কী আর বলি কী আর করি
রাগে-ক্ষোভেও পিয়ার করি
বাধ্য হয়েই করতে হয়
ওদের দু হাত ধরতে হয়!
-আহাদ আলী মোল্লা