শিপলু জামান: ঝিনাইদহে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়েছে। শহরের হামদহ এলাকার প্রিন্স হাসপাতালে দু মাথা ও চার হাত ওয়ালা শিশু জন্মগ্রহণ করেছে। গতকাল বুধবার রাত ১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের গাইনি চিকিৎসক চলন্তিকা রাণী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দু মাথা বিশিষ্ট শিশুটি ভূমিষ্ট করান। শিশুর পিতা ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সাজেদুল মণ্ডল ও মা শিলা আক্তার সুমি। সাজেদুল পেশায় একজন ট্র্যক্সিচালক। এটাই সাজেদুল-সুমি দম্পতির প্রথম সন্তান।
ডা. চলন্তিকা রাণী জানান, জন্মের পর থেকে শিশু ও মা উভয় সুস্থ আছে। তবে ২৪ ঘন্টা পার না হলে শিশুটির শারীরিক সুস্থতা সম্পর্কে কিছু বলা যাবে না। তাদের সুস্থ রাখার জন্য চেষ্টা অব্যহত রয়েছে। শিশু চিকিৎসক ডা. দুলাল কুমার চক্রবর্তী জানান, মায়ের গর্ভে যখন শিশুর ফার্টিলাইজ ও সেল ডিভিশন হয় তখন অঙ্গ প্রত্যাঙ্গের যেভাবে বিভাজন হওয়া দরকার সেভাবে না হলে এমন ডেভেলপমেন্টাল ডিফেক্ট হতে পারে। এ শিশুটির ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। এদিকে দু মাথা বিশিষ্ট শিশু ভূমিষ্ট হওয়ার খবর বুধবার দ্রুত ঝিনাইদহ শহরে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় জমায়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন আলম জানান, জনতার ভিড় সামলাতে আমরা হিমশিম খাচ্ছি।