আলমডাঙ্গার দু প্রেসক্লাবের যৌথসভায় উপজেলা নির্বাহী অফিসারের সংবাদ বয়কটের সিদ্ধান্ত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে দুর্ব্যবহার ও সাংবাদিকদের সাথে অসৌজন্য আচরণের প্রতিবাদে আলমডাঙ্গা সাংবাদিকমহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে দু প্রেসক্লাবের যৌথসভায় উপজেলা নির্বাহী অফিসারের সকল সংবাদ বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গতকাল সন্ধ্যায় যৌথসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব একাংশের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু। সভায় প্রেসক্লাবের অপরাংশের সভাপতি হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদকদ্বয় আনোয়ারুল ইসলাম সাগর ও আনোয়ার হোসেন, জামসিদুল হক মুনি, রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, শরিফুল ইসলাম রোকন, কেএ মান্নান, শাহাবুল ইসলাম, কহন কুদ্দুস, মানোয়ার হোসেন, শেখ শফিউজ্জামান, জামিরুল ইসলাম, ইউনুস আলী মণ্ডল, আবুল কাশেম, বিএম নাহিদ, আব্দুর রাজ্জাক, সাজেদুল হক মনি, সাইফুল ইসলাম উলু প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় দুর্ব্যবহার ও সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের সংবাদ পত্রিকায় প্রকাশ না করার।

উল্লেখ্য, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান কয়েক মাস আগে আলমডাঙ্গায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি বিভিন্ন সময় সাংবাদিকসহ সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করে আসছেন। এছাড়াও সরকারের উন্নয়নমূলক কোনো কর্মসূচি তিনি সঠিকভাবে পালন না করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন বলেও অভিযোগ উঠেছে।