পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

 

দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পিকেএসএফ’র অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের হলরুমে দুস্থদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়েছেন চক্ষু কনসালটেন্ট ডা. এমবি আজম। চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। উপস্থিত ছিলেন- এরিয়া সমন্বয়কারী মোজাফফর হোসেন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী শামীম আজাদ, ইউপি সদস্য আ. রহমান, শামসুর ইসলাম, আবু সাঈদ, খায়রুল বাসার, রুহুল আমিন, সাইফুর ইসলাম, আসিফ ইকবাল চঞ্চল, হযরত আলী, শহিদুল ইসলাম, রিজিয়া সুলতানা, নাসরিন পারুল, নিলুফা ইয়াসমিনসহ স্বাস্থ্য সহকারী সালাউদ্দিন, লাল্টু রহমান প্রমুখ।