গতকাল শুক্রবার জাকের পার্টির জুড়ানপুর ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব মো. আব্দুল লতিফ খান যুবরাজ। তিনি জুড়ানপুর ইউনিয়নের রামনগর, মজলিসপুর, দলকা লক্ষ্মীপুর, জুড়ানপুর ও বিষ্ণপুর গ্রামে উপস্থিত ছিলেন। সভায় তিনি বলেন, বর্তমান দেশের চলমান রাজনীতির জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। জাতীয় ঐক্য না হলে দেশ কঠিন সঙ্কটের দিকে ধাবিত হবে। এ পরিস্থিতিতে তিনি দেশের দু বৃহৎ দলের নেতৃকে এক টেবিলে বসার আহ্বান জানান। সেইসাথে দেশ ও জাতির মুক্তির একমাত্র রাহবার জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আরো বলেন, ইসলাম কোনো খণ্ডিত রূপ নয়। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। শুধু তাই নয় ইসলাম নিরন্নের অন্ন, চিকিৎসাহীনের চিকিৎসা, বস্ত্রহীনের বস্ত্র, শিক্ষাহীনের শিক্ষা এবং গৃহহীনের গৃহ। আরো বক্তব্য রাখেন জুড়ানপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. আব্দুর রশিদ মোল্লা, সেক্রেটারি আব্দুস সালাম, সাবেক সভাপতি আজমত আলী মন্টু, দামুড়হুদা থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. ওলী হোসেন, বিভাগীয় স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাংগঠনিক মো. জাহাঙ্গীর আলম, দামুড়হুদা থানার যুবফ্রন্টের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মো. আব্দুল হাকিম, সহসাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মো. আলমাচ উদ্দীন, সাধারণ সম্পাদক ডা. আব্দুল বাশার প্রমুখ। উল্লেখ্য, মো. আব্দুল লতিফ খান যুবরাজ চুয়াডাঙ্গা-২ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী। শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।