মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের গোপালনগর গ্রামের দু বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি ও মারধর করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
জানা গেছে, গত সোমবার রাত ১টার দিকে মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মৃত আবু ছদ্দিনের ছেলে মতিয়ার রহমানের বাড়িতে ৮/১০ জনের একদল ডাকাত প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে। ওই সময় তারা মারধর করে বাড়ির লোকজনকে আতঙ্কিত করে তোলে। ডাকাতদল ৮ হাজার টাকা ও সোনার গয়নাসহ প্রায় একলাখ টাকার মালামাল লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। একই রাতে ডাকাতদল একই পাড়ার মৃত হেরাজ সর্দ্দারের ছেলে বায়ান সর্দ্দারের বাড়িতে প্রবেশ করে। ওই বাড়ি থেকেও টাকা ও মাঠে কাজ করার যন্ত্রপাতি নিয়ে পলিয়ে যায়।