ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ফুলবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী ইন্তেকাল করেছেন (ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। এ ব্যাপারে মরহুমের বড় ছেলে ওয়াজেদ আলী মাস্টার জানান, তার পিতা বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন। গতকাল বুধবার চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে ইন্তেকাল করেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর পারিবারিক গোরস্তানে মরহুমের দাফন করা হবে। কোরবান আলী মৃত আব্দুল জব্বারের ছেলে।