ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়া পুকুরিয়া মান্দারতলায় গতকাল বুধবার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে। এ ঘটনায় আহত হয়েছে বাসের ১৫ জন যাত্রী। দমকল বাহিনীর সদস্য ও স্থানীয় পুলিশ আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। আহতদের মধ্যে দশ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি পাঁচজন ভর্তি রয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আহতরা হলেন পারমথুরাপুর গ্রামের শরিফুল, মহাসিনদাড়া গ্রামের কেয়া খাতুন, আড়ুয়াকান্দি গ্রামের আব্দুল লতিফ, মধুপুর গ্রামের ডালিয়া ও সিঙ্গা গ্রামের পলাশ (৫)। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর জানান, দুর্ঘটনার সময় বাসের পঞ্চাশ জন যাত্রীর মধ্যে ১৫ জন আহত হন। হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাজুল ইসলাম জানান, গুরুতর পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঝিনাইদহ থেকে ক্রেন এনে বাসটি খাদ থেকে তোলা হয়েছে বলে হরিণাকুণ্ডু থানার ওসি জানান।