গাংনী প্রতিনিধি: গাঁজা সেবন ও বিক্রির অপরাধে জিয়ারুল ইসলাম (৩০) নামের এক মাদকব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন গাংনীর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান। পুলিশের হাতে গ্রেফতারের পর গতকাল বুধবার দুপুরে মালসাদহ পেট্রোল পাম্প এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি ওই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত জিয়ারুল ইসলাম মহাম্মদপুর গ্রামের মারফত আলীর ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, গতকাল সকালে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুফল কুমারের মাদকবিরোধী অভিযান চালিয়ে বাওট বাজার থেকে ৫ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ জিয়ারুলকে গ্রেফতার করেন। ভ্রাম্যমাণ আদালতের আদেশে গতকালই তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।