সিরিয়ার গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি বিদ্রোহীদের দখলে

 

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় ইদলিব প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, দীর্ঘ লড়াইয়ের পর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের এ বিমানঘাঁটি বিদ্রোহীরা দখল করে নিয়েছে। আবু আল- দুহুর নামের ওই বিমানঘাঁটি থেকে সরকারি বাহিনীর সদস্যরা অন্যত্র সরে গেছেন। আল-নুসরা ফ্রন্টসহ ইসলামি বিদ্রোহীদের জোট এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।