স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ভোটারদের প্রতি অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের আইনজীবীগণ ও সমমনা আইনজীবীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বার ভবনের দোতলায় অনুষ্ঠিত সভায় এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী নেতাদেরকে অভিনন্দন জানানো হয়।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী আইনজীবী পরিষদ ও সমমনা আইনজীবীদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক- বারের সাবেক সভাপতি অ্যাড. নূরুল ইসলাম। আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্মআহ্বায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সিনিয়র আইনজীবী শাহজাহান আলী। সভায় বক্তব্য রাখেন- সিনিয়র আইনজীবী আশরাফ আলী বিশ্বাস, মোল্লা আব্দুর রশিদ (সরকারি কৌশলী-জিপি), বারের সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, মহ. শামশুজ্জোহা (পাবলিক প্রসিকিউটর-পিপি), সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, মজিবুল হক চৌধুরী, সোহরাব হোসেন, বেলাল হোসেন, রফিকুল আলম রান্টু, আকসিজুল ইসলাম রতন ও আব্দুল মালেক।
এ সময় সিনিয়র আইনজীবী মো. মনিরুজ্জামান, এসএম রফিউর রহমান, বজলুর রহমান, আশরাফুল ইসলাম খোকন ও আব্দুল কুদ্দুসসহ আওয়ামী আইনজীবী পরিষদ ও সমমনা আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক নূরুল ইসলাম বলেন, বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করায় আমরা খুশি। বিজয়ীদেরকে অভিনন্দন জানাই। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত চুয়াডাঙ্গা বারের নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ ও সমমনা আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে নিজেদের পক্ষে বিজয় অর্জন করতে হবে।
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতা ব্যারিস্টার আমীর-উল-ইসলামের নেতৃত্বাধীন শাদা প্যানেল ১৪টি পদের মধ্যে ১১টি পদে নিরঙ্কুশ বিজয়লাভ করেন। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) নেতা অ্যাড. খন্দকার মাহবুব হোসেনসহ তিনজন বিজয়ী হন।