চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরলেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। তার আসার সংবাদে দুপুর থেকে সরিষাডাঙ্গাস্থ তার বাড়িতে এলাকার সাধারণ জনগণ জড়ো হতে থাকে। বেলা আড়াইটার লোকজন জড়ো হয় চুয়াডাঙ্গা বাসটার্মিনালে। সেখান থেকে নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বাড়ি নিয়ে যান।

জানা গেছে, গত ১৩ আগস্ট ভোর ৬টার দিকে মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার অসুস্থ হয়ে পড়েন। প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে ল্যাব এইডে নিয়ে আইসিইউতে ডান হাতে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ ২৫ দিন চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে একটি প্রাইভেটকারযোগে বাড়ি ফেরেন। তার আসার সংবাদে এলাকার সাধারণ জনগণসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ দুপুর থেকে বাড়ির সামনে জড়ো হতে থাকেন। দুপুর আড়াইটার দিকে এলাকাবাসী জড়ো হয় চুয়াডাঙ্গা বাসটার্মিনালে। সেখানে বেলা ৩টার দিকে তিনি পৌঁছুলে তাকে স্বাগত জানাতে উপস্থিত হন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। শুভেচ্ছা বিনিময় শেষে গোলাম ফারুক জোয়ার্দ্দারকে সাথে নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা পৌরসভায় গিয়ে শেষ হয়। এ সময় চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অপরদিকে মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারকে সাথে নিয়ে নেতাকর্মীরা ইউনিয়নের গ্রামে গ্রামে শুভেচ্ছা বিনিময় করেন বলে জানা গেছে।